
অর্থনীতিতে নোবেল পেলেন ৩ জন
- সাফল্যকথা
- অক্টোবর ১৫, ২০২৪
অর্থনীতিতে এ বছর নোবেল পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক তুর্কি বংশোদ্ভূত আমেরিকান ড্যারন আসেমোগলু, একই প্রতিষ্ঠানের সাইমন জনসন এবং ইউনিভার্সিটি অব শিকাগো, ইলিনয়ের অধ্যাপক জেমস এ রবিনসন। গতকাল সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে তাদের নামা ঘোষণা করা হয়।
কোন প্রতিষ্ঠানের গঠন ও উন্নতির ক্ষেত্রে তার প্রভাব সংক্রান্ত গবেষণার জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। বিভিন্ন দেশের সমৃদ্ধিতে পার্থক্যের কারণ নিয়ে নতুন এক ধারণা প্রদান করেছেন তারা। তাদের একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হলো সামাজিক প্রতিষ্ঠানে ক্রমাগত পার্থক্য। ইউরোপীয় উপনিবেশকারীদের দ্বারা প্রবর্তিত বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা পরীক্ষা করে, ড্যারন আসেমোগলু, সাইমন জনসন এবং জেমস রবিনসন প্রতিষ্ঠান এবং সমৃদ্ধির মধ্যে সম্পর্ক খুঁজে বের করতে সফল হয়েছেন।