ট্রাম্প-জেলেনস্কি আবারও জড়ালেন বাকবিতণ্ডায়

ট্রাম্প-জেলেনস্কি আবারও জড়ালেন বাকবিতণ্ডায়

ইউক্রেন যুদ্ধের সমাপ্তি শর্ত নিয়ে আবারও মুখোমুখি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রিমিয়া নিয়ে ওয়াশিংটনের প্রস্তাবিত অবস্থান—যেখানে মস্কোর দখলদারিত্ব মেনে নেওয়ার বিষয়টি রয়েছে—নিয়ে কিয়েভ আপত্তি জানালে, গত বুধবার (২৩ এপ্রিল) জেলেনস্কিকে প্রকাশ্যে কড়া ভাষায় আক্রমণ করেন ট্রাম্প।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে রাশিয়া বলপ্রয়োগের মাধ্যমে ক্রিমিয়া দখল করে নেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কড়া সমালোচনার জন্ম দেয়। এক সাবেক পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন, ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি মার্কিন শান্তি পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

এই প্রস্তাবের বিরোধিতা করে মঙ্গলবার জেলেনস্কি বলেছেন, ইউক্রেন কখনই রাশিয়ার কাছে ক্রিমিয়াকে স্বেচ্ছায় বিকিয়ে দেবে না। এটা আমাদের সংবিধান বিরোধী। এখানে তো আলোচনার আসলে কিছু নেই। জেলেনস্কির বক্তব্যকে উসকানিমূলক উল্লেখ করে ট্রাম্প বলেছেন, এ ধরনের মন্তব্যে শান্তি প্রতিষ্ঠা আরও জটিল হয়ে পড়বে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি আরও বলেছেন, ক্রিমিয়া নিয়ে আলোচনার কিছু নেই। সেটা বহু আগেই কিয়েভের হাতছাড়া হয়ে গেছে।

গত সপ্তাহে একবার ট্রাম্প বলেছিলেন, প্রস্তাব মেনে না নিলে ইউক্রেন ইস্যু থেকে সরে যাবে যুক্তরাষ্ট্র। গতকালের তর্কাতর্কিতে একই হুমকির পুনরাবৃত্তি করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, হয় রাশিয়া ও ইউক্রেন মার্কিন প্রস্তাব মেনে নিক, নইলে যুক্তরাষ্ট্র এসবের মধ্যে আর থাকছে না।

আরও পড়তে পারেন

নতুন আরও পাঁচ হাজার রোহিঙ্গা কক্সবাজারে

নতুন আরও পাঁচ হাজার রোহিঙ্গা কক্সবাজারে

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ১ মে পর্যন্ত সময়ের মধ্যে কক্সবাজারে নতুন করে আরও প্রায় ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা…
জুনের প্রথম দিকেই আসছে নতুন নোট

জুনের প্রথম দিকেই আসছে নতুন নোট

ঈদুল আজহার আগেই বাজারে ছাড়া হচ্ছে নতুন ডিজাইনের টাকার নোট, যা দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা মূল্যমান পর্যন্ত…
পারমিট ছাড়া হজ পালনে কঠোর ব্যবস্থা ঘোষণা সৌদি আরবের

পারমিট ছাড়া হজ পালনে কঠোর ব্যবস্থা ঘোষণা সৌদি আরবের

সৌদি আরব হজ পারমিট সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যারা বৈধ…