
ডিএমসিবি’র ১৪৬তম ‘নাগেশ্বরী শাখা’ উদ্বোধন
- সাফল্যকথা
- মে ১৫, ২০২৪
১৪ মে, ২০২৪খ্রিঃ মঙ্গলবার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় “দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড” (ডিএমসিবি) এর ১৪৬তম নাগেশ্বরী শাখার ফিতা কেটে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তফা জামান, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, নাগেশ্বরী, কুড়িগ্রাম ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ, উপজেলা শাখা, নাগেশ্বরী, কুড়িগ্রাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মতিয়ার রহমান (নান্টু),সাবেক ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, নাগেশ্বরী, কুড়িগ্রাম, বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুর মোহাম্মদ নুরু, সাবেক পৌর কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ, নাগেশ্বরী, কুড়িগ্রাম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন আবু জাফর চৌধুরী, পিএসসি, জিডি(পি) (অবঃ)। এছাড়াও অনুষ্ঠানটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক, উপদেষ্টাগণ, উর্দ্ধতন-কর্মকর্তা সহ বিভিন্ন শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী ও সুধীবৃন্দ।