ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কাঁচা হলুদ

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কাঁচা হলুদ

ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের মধ্যে কাঁচা হলুদ একটি বিশেষ স্থান দখল করে আছে। প্রাচীনকাল থেকেই উপমহাদেশের সৌন্দর্য চর্চায় কাঁচা হলুদ ব্যবহৃত হয়ে আসছে। এটি শুধু রন্ধনপ্রণালীতে স্বাদ ও রঙ বাড়াতে ব্যবহৃত হয় না, বরং ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও এর রয়েছে কার্যকর ভূমিকা।

কাঁচা হলুদে থাকে কারকিউমিন নামক এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট এবং প্রদাহনাশক উপাদান, যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে করে তোলে স্বাস্থ্যোজ্জ্বল ও মসৃণ। এটি ত্বকের দাগ, ব্রণ, র‍্যাশ ও রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে ত্বকে একধরনের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে আসে। বর্তমানে বাজারে কাঁচা হলুদ নির্ভর অনেক প্রসাধনী পণ্য পাওয়া যায়। কিন্তু প্রাকৃতিক কাঁচা হলুদ ব্যবহার করলে তাতে কোনো রাসায়নিক উপাদান না থাকায় ত্বকের ক্ষতি হওয়ার ঝুঁকি কমে যায়।

কাঁচা হলুদ ব্যবহারের সঠিক উপায়: যদি আপনি কাঁচা হলুদ ব্যবহার করতে চান, তাহলে এটি সরাসরি ফেইসে অ্যাপ্লাই এর আগে কিছু নিয়ম মেনে চলা জরুরি।

১. অ্যালোভেরা জেল, দুধ বা টকদইয়ের সঙ্গে মিশিয়ে ব্যভহার করুন। এটি ত্বককে ময়েশ্চারাইজ করবে।

২. অতিরিক্ত সময় ধরে লাগিয়ে রাখবেন না । কারণ, বেশি সময় থাকলে ত্বকে লম্বা সময়ের জন্য হলুদ দাগ বসে যেতে পারে।

৩. প্রতিদিন ত্বকে কাঁচা হলুদ ব্যবহার করলে ত্বক শুষ্ক হতে পারে। সপ্তাহে এক বা দুই দিন ব্যবহার করতে পারেন।

৪. সংবেদনশীল ত্বক হলে কাঁচা হলুদ ব্যবহার না করাই ভালো। কিছু মানুষের ত্বকে এটি র‍্যাশ বা অ্যালার্জির কারণ হতে পারে। তাই মুখে প্রয়োগ করার আগে হাতের ওপর দিয়ে পরীক্ষা করে নিন

সার্বিকভাবে, ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কাঁচা হলুদ এক পরীক্ষিত ও কার্যকর উপাদান হিসেবে বিবেচিত। তবে এটি ব্যবহারে নিয়মিততা ও সতর্কতা থাকা জরুরি।

আরও পড়তে পারেন

নতুন আরও পাঁচ হাজার রোহিঙ্গা কক্সবাজারে

নতুন আরও পাঁচ হাজার রোহিঙ্গা কক্সবাজারে

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ১ মে পর্যন্ত সময়ের মধ্যে কক্সবাজারে নতুন করে আরও প্রায় ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা…
জুনের প্রথম দিকেই আসছে নতুন নোট

জুনের প্রথম দিকেই আসছে নতুন নোট

ঈদুল আজহার আগেই বাজারে ছাড়া হচ্ছে নতুন ডিজাইনের টাকার নোট, যা দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা মূল্যমান পর্যন্ত…
পারমিট ছাড়া হজ পালনে কঠোর ব্যবস্থা ঘোষণা সৌদি আরবের

পারমিট ছাড়া হজ পালনে কঠোর ব্যবস্থা ঘোষণা সৌদি আরবের

সৌদি আরব হজ পারমিট সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যারা বৈধ…