
ফোর্বসের শতকোটিপতিদের তালিকার শীর্ষ ১০
- সাক্ষাৎকার
- জুন ২০, ২০২৩
যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ব্যবসাভিত্তিক ফোর্বস ম্যাগাজিন বিভিন্ন রকম তালিকা প্রকাশের জন্য বিখ্যাত। ফোর্বস’র প্রকাশিত শতকোটিপতিদের তালিকা প্রতিনিয়তই পরিবর্তিত হয়। শেয়ারের দাম ওঠানামার কারণে প্রতিদিনই এই পরিবর্তন আসে। বিলিয়নিয়ার বা শতকোটিপতিরা খুবই ক্ষমতাবান মানুষ। রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি, বৈজ্ঞানিক আবিষ্কার—সব ক্ষেত্রেই তাঁদের ভূমিকা থাকে। সে কারণে তাঁদের নিয়ে মানুষের আগ্রহেরও কমতি নেই।
ফোর্বস ম্যাগাজিনের তথ্যানুসারে, সোমবার বিশ্বের শীর্ষ ধনী টেসলার ইলন মাস্ক। তাঁর সম্পদমূল্য ২৩৬ দশমিক ৯ বিলিয়ন বা ২৩ হাজার ৬৯০ কোটি ডলার। দ্বিতীয় স্থানে আছে ফ্রান্সের ধনকুবের বার্নার্ড আর্নল্ট অ্যান্ড ফ্যামিলি। সোমবার এ পরিবারের সম্পদমূল্য ২৩০ দশমিক ৬ বিলিয়ন বা ২৩ হাজারা ৬০ কোটি ডলার। তৃতীয় স্থানে আছে ওরাকলের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, তাঁর সম্পদমূল্য ১৫৬ দশমিক ২ বিলিয়ন বা ১৫ হাজার ৬২০ কোটি ডলার।
এ বছর ধনীদের তালিকায় এগিয়ে আসার ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হলো ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন। ১৯৭৭ সালে এটি তিনি প্রতিষ্ঠা করেন এবং ২০১৪ সাল পর্যন্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি এটি পরিচালনা করেন। বর্তমানে তিনি এটির চেয়ারম্যান ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা। এই প্রথম এলিসন ধনীদের তালিকায় ওপরের দিকে উঠে এসেছেন এবং এই প্রথম তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের ওপরে উঠে এসেছেন।
ফোর্বস ম্যাগাজিনে ধনীদের তালিকায় চতুর্থ স্থানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজাস। সোমবার তাঁর সম্পদমূল্য ছিল ১৪৮ দশমিক ২ বিলিয়ন বা ১৪ হাজার ৮২০ কোটি ডলার। পঞ্চম স্থানে আছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। তাঁর সম্পদমূল্য ১১৮ দশমিক ২ বিলিয়ন। এরপর ১১৭ দশমিক ৮ বিলিয়ন বা ১১ হাজার ৭৮০ কোটি ডলারের সম্পদ নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে আছেন বিনিয়োগ গুরুখ্যাত ওয়ারেন বাফেট। ১০৪ দশমিক ৯ বিলিয়ন বা ১০ হাজার ৪৯০ কোটি ডলারের সমপরিমাণ সম্পদ নিয়ে সপ্তম স্থানে আছে ল্যারি পেজ। সোমবার তাঁর সম্পদ বাড়েনি বা কমেনি।
সোমবার শতকোটিপতিদের তালিকায় অষ্টম স্থানে ছিলেন মাইক্রোসফটের সাবেক প্রধান নির্বাহী স্টিভ বালমার। এদিন তাঁর সম্পদমূল্য ছিল ১০৪ দশমিক ৪ বা ১০ হাজার ৪৪০ কোটি ডলার। তালিকায় ৯ম স্থানে আছেন কার্লোস স্লিম হেলু অ্যান্ড ফ্যামিলি। তাঁর সম্পদমূল্য ১০১ দশমিক ৫ বিলিয়ন বা ১০ হাজার ১৫০ কোটি ডলার। ফোর্বসের তালিকায় ১০ম স্থানে আছেন একসময় ধনীদের তালিকায় ২ বা ৩ নম্বরে থাকা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। সোমবার তাঁর সম্পদমূল্য ছিল ৯৯ দশমিক ৭ বিলিয়ন বা ৯ হাজার ৯৭০ কোটি ডলার।
এদিকে কয়েক বছর বৃদ্ধির পর ২০২২ সালে সামগ্রিকভাবে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদমূল্য কমেছে। ফোর্বসের তথ্যানুসারে, দুই বছর ধরে চলমান মহামারি এবং সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শীর্ষ ধনীদের সম্পদ কমেছে। ২০২২ সালের তালিকায় স্থান পেয়েছেন ২ হাজার ৬৬৮ জন, গত বছরের তুলনায় ৮৭ জন কম। তাঁদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার বা ১২ লাখ ৭০ হাজার কোটি ডলার, যা আগের বছরের চেয়ে ৪০০ বিলিয়ন বা ৪০ হাজার কোটি ডলার কম।