বিশ্ব ধরিত্রী দিবস আজ: মাটি, পানি, খাবার থেকে দেহে ঢুকছে প্লাস্টিক

বিশ্ব ধরিত্রী দিবস আজ: মাটি, পানি, খাবার থেকে দেহে ঢুকছে প্লাস্টিক

আজ ২২ এপ্রিল, বিশ্ব ধরিত্রী দিবস। ধরিত্রী, অর্থাৎ আমাদের এই পৃথিবীকে ভালোবাসা ও সুরক্ষার অঙ্গীকারে প্রতিবছর এ দিনে নানা দেশে পালিত হয় বিশেষ কার্যক্রম। পরিবেশ, প্রকৃতি এবং প্রতিবেশ রক্ষার মাধ্যমে ধরিত্রীকে টিকিয়ে রাখাই এ দিবসের মূল লক্ষ্য। এ বছর দিবসটির প্রতিপাদ্য— “আমাদের শক্তি, আমাদের পৃথিবী”— যা আমাদের মনে করিয়ে দেয়, পৃথিবী রক্ষার দায়িত্ব আমাদের সকলের।

বর্তমানে বিশ্ব একাধিক পরিবেশগত সংকটে জর্জরিত— জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব, জীববৈচিত্র্যের অবক্ষয়, বন উজাড়, অতিরিক্ত কার্বন নিঃসরণ, এবং সবচেয়ে ভয়াবহ, প্লাস্টিক দূষণ। প্রতি বছর শুধু প্লাস্টিক দূষণের কারণে মারা যাচ্ছে প্রায় ১ লাখ সামুদ্রিক প্রাণী।

বড় প্লাস্টিক চোখে দেখা যায়, তাই তার ক্ষতিকর প্রভাবও অনেকের জানা। কিন্তু আরও বিপজ্জনক হলো ক্ষুদ্রাতিক্ষুদ্র প্লাস্টিক কণা— মাইক্রোপ্লাস্টিক, যা আমাদের চোখে পড়ে না, অথচ নীরবে প্রবেশ করছে প্রাণ ও প্রকৃতির ভেতর। সাম্প্রতিক গবেষণাগুলো বলছে, লবণ, চিনি, আটা, মাছ, এমনকি খাবার পানি ও বাতাসেও মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্ব মিলেছে।

এই ভয়াবহতার মুখে দাঁড়িয়ে আমাদের ভাবতে হবে— আমরা কীভাবে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখব? কীভাবে কমাব প্লাস্টিকের ব্যবহার? কীভাবে তৈরি করব এমন এক ভবিষ্যৎ, যেখানে প্রকৃতি ও মানুষ মিলেমিশে টিকতে পারে টেকসইভাবে?

বিশ্ব ধরিত্রী দিবস আমাদের সুযোগ দেয় সচেতন হওয়ার, প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার এবং পরিবেশ রক্ষার বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার। আমাদের হাতে এখনো সময় আছে— তবে সে সময় প্রতিনিয়ত ক্ষয়ে যাচ্ছে।

বাংলাদেশও এর বাইরে নয়। সাম্প্রতিক বছরগুলোতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং গ্রীষ্মকালীন তাপমাত্রার অতিরিক্ত বৃদ্ধি আমাদের ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

বিপজ্জনক মাইক্রোপ্লাস্টিক ঠেকানোর উদ্যোগ হিসেবে বিশ্বের প্রথম দেশ বাংলাদেশ ২০০২ সালে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছিল। উপকূলীয় অঞ্চলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকেও লাগাম টানা হয়েছে। পলিথিন আর প্লাস্টিকের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে চলছে অভিযান। তবু থামছে না এর ব্যবহার। সরকার এ ব্যাপারে নানামুখী উদ্যোগ নিলেও মানুষকে এখনও সচেতন করা যায়নি।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ডের তথ্য অনুসারে, প্লাস্টিক দূষণের কারণে প্রতিবছর ১ লাখ সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। ২০৫০ সালে সাগরে যত মাছ থাকবে, তার চেয়ে বেশি থাকবে প্লাস্টিক। প্রতিদিন প্রায় ৭৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য বাংলাদেশের ভেতর দিয়ে সমুদ্রে গিয়ে পড়ছে। পরিমাণের দিক থেকে এটি বিশ্বে পঞ্চম।

গবেষণায় অনুমান করা হয়েছে, গঙ্গা নদী এবং এর উপনদীগুলোর মাধ্যমে প্রতিদিন ১০০ থেকে ৩০০ কোটি মাইক্রোপ্লাস্টিকের কণা বঙ্গোপসাগরে যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিকের উপাদানের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে রেয়ন।

২০২১ সালের সেপ্টেম্বরে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৭৩ শতাংশ মাছে রয়েছে প্লাস্টিকের ক্ষুদ্র কণা। বাজারে পাওয়া যায় এমন দেশি মাছের ওপর গবেষণা করে জানা যায়, ১৫ প্রজাতির মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে।

ঢাকার ১৩টি এলাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বাতাসে জরিপ করে অতি ক্ষুদ্র বিষাক্ত প্লাস্টিক কণা পাওয়ার তথ্য উঠে আসে ২০২৩ ফেব্রুয়ারিতে প্রকাশিত এক গবেষণায়।

সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় পশুর ও বুড়িগঙ্গা নদীর পানি, মাটি ও মাছে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে, যা জনস্বাস্থ্যের ওপর গুরুতর হুমকির ইঙ্গিত দেয়। এ ছাড়া এ বছর গবেষকরা বাণিজ্যিক খাদ্য আটার মধ্যেও মাইক্রোপ্লাস্টিকের অস্তিত্বের প্রমাণ পান, যা মানুষের খাদ্যচক্রে এ ক্ষতিকর উপাদান প্রবেশের একটি উদাহরণ।

এ বিষয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে বলেন, সরকার চেষ্টা করছে, একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্রমবর্ধমান ব্যবহার থেকে মানুষকে সরিয়ে আনতে। পলিথিন শপিং ব্যাগ বন্ধে কাজ করছি। এখন পর্যন্ত সুপারশপে সফল হলেও অন্য জায়গায় আরও কাজ করতে হবে। কারণ পলিথিনের নেতিবাচক দিকগুলো মানুষ জানে না। সেক্ষেত্রে সচেতনতা সৃষ্টি এবং আইন প্রয়োগের মাধ্যমে পলিথিন ব্যাগসহ একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করার চেষ্টা করব।

আরও পড়তে পারেন

নতুন আরও পাঁচ হাজার রোহিঙ্গা কক্সবাজারে

নতুন আরও পাঁচ হাজার রোহিঙ্গা কক্সবাজারে

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ১ মে পর্যন্ত সময়ের মধ্যে কক্সবাজারে নতুন করে আরও প্রায় ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা…
জুনের প্রথম দিকেই আসছে নতুন নোট

জুনের প্রথম দিকেই আসছে নতুন নোট

ঈদুল আজহার আগেই বাজারে ছাড়া হচ্ছে নতুন ডিজাইনের টাকার নোট, যা দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা মূল্যমান পর্যন্ত…
পারমিট ছাড়া হজ পালনে কঠোর ব্যবস্থা ঘোষণা সৌদি আরবের

পারমিট ছাড়া হজ পালনে কঠোর ব্যবস্থা ঘোষণা সৌদি আরবের

সৌদি আরব হজ পারমিট সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যারা বৈধ…