সৌদি আরবের মরুভূমিতে তুষারপাত!

সৌদি আরবের মরুভূমিতে তুষারপাত!

মরুভূমিতে তুষারপাত! শুনতে অবাক লাগলেও সম্প্রতি সৌদি আরবের মরুভূমি অধ্যুষিত উত্তরাঞ্চলের আল-জউফ এবং তাবুক অঞ্চলে এমনই এক অপ্রত্যাশিত আবহাওয়ার চিত্র দেখা গেছে। এই অঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে এবং পাহাড়ি এলাকাগুলোতে তুষারপাত ও শিলা বৃষ্টি দেখা গেছে। সৌদি প্রেস এজেন্সি জানায়, এই বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া গত কয়েকদিন ধরে দেশের মানুষকে চমকিত করেছে।

ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জাজান, আসির, আল বাহাহ, মক্কা, মদিনা, হাইল ও উত্তর সীমান্তসহ বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাসের সতর্কবার্তা দিয়েছে। তাছাড়া রিয়াদ, কাসিম, পূর্বাঞ্চলীয় প্রদেশ, তাবুক ও আল জাওফেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কুয়াশার আশঙ্কা করা হচ্ছে।

যদিও সৌদি আরবে এই তুষারপাত স্বাভাবিক ঘটনা নয়, তবু এই ধরনের আবহাওয়া স্থানীয় জনগণ এবং পর্যটকদের জন্য এক ধরনের আনন্দদায়ক চমক এনে দেয়। তুষারপাতের কারণে পাহাড়ি অঞ্চলে নতুন নতুন জলপ্রপাতেরও সৃষ্টি হয়েছে, যা আল-জউফ অঞ্চলের প্রকৃতিকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। বিশেষ করে বসন্তে এই অঞ্চলে বিভিন্ন প্রজাতির বুনো ফুল ফোটার দৃশ্য প্রকৃতির সৌন্দর্যকে আরো কয়েকগুণ বাড়িয়ে তোলে।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এই ধরনের অস্বাভাবিক আবহাওয়ার জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা।

আরও পড়তে পারেন

নতুন আরও পাঁচ হাজার রোহিঙ্গা কক্সবাজারে

নতুন আরও পাঁচ হাজার রোহিঙ্গা কক্সবাজারে

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ১ মে পর্যন্ত সময়ের মধ্যে কক্সবাজারে নতুন করে আরও প্রায় ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা…
জুনের প্রথম দিকেই আসছে নতুন নোট

জুনের প্রথম দিকেই আসছে নতুন নোট

ঈদুল আজহার আগেই বাজারে ছাড়া হচ্ছে নতুন ডিজাইনের টাকার নোট, যা দুই টাকা থেকে শুরু করে এক হাজার টাকা মূল্যমান পর্যন্ত…
পারমিট ছাড়া হজ পালনে কঠোর ব্যবস্থা ঘোষণা সৌদি আরবের

পারমিট ছাড়া হজ পালনে কঠোর ব্যবস্থা ঘোষণা সৌদি আরবের

সৌদি আরব হজ পারমিট সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, যারা বৈধ…